১.
আন্তর্জাতিক ধ্বনিলিপি : ওই= oi
ইউনিকোড: u+09C8
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}

ঐ-এর লিপি পরিচিতি
এর কার চিহ্ন =ৈ
এই বর্ণের নাম - (ওই) বাংলা বর্ণমালার এবং স্বরবর্ণের নবম বর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে এই বর্ণ যুক্ত হয়ে  '(-কার) চিহ্ন হিসাবে বসে যেমন : ক্ + = কৈ
এই বর্ণটি কুষণলিপি থেকে বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে। দেখুন : ঐ-এর লিপি পরিচিতি


ঐ (পদ)
১. সর্বনাম {সমীপ্যবাচক}

অর্থ : দূরবর্তী কোন কিছুর পরিবর্তে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দ : অই, ঐ, সেই
উদাহরণ: তুমি যে গ্রামের কথা বলছো, ঐ গ্রামেই আমি থাকি।
ইংরেজি : that

. সর্বনাম {ব্যক্তিবাচক, নাম-পুরুষ, তুচ্ছার্থ, একবচন}
অর্থ : দূরবর্তী কোন কিছুর পরিবর্তে ব্যক্তিবাচক সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দ :
, সেই
কাজলের কথা বলছো, ঐ যত সর্বনাশের গোড়া।
বহুবচন : ওরা
ইংরেজি : that

৩.
বিশেষণ {নাম-বিশেষণ | সর্বনামবাচক}
অর্থ : পূর্বোক্ত কোনো বিষয়কে বিশেষিত করে এমন।
সমার্থক :
অই, ঐ, সেই, পূর্বোক্ত
উদাহরণ : ঐ চিন্তায় আমি মরছি।
ইংরেজি : that

৪.
অব্যয় { মনোভাববাচক, ভয়সূচক/বিস্ময়সূচক}
ভয় বা বিস্ময়সূচক শব্দ বিশেষ
সমার্থক শব্দ :
অই, ঐ,
ওরে।
উদাহরণ : অই বাবা কত বড় সাপ
 
ইংরেজি :
oh