গর্
বানান বিশ্লেষণ: গ্+র্+দ্+অ+ভ্+অ
উচ্চারণ: gɔrd̪.d̪obʰ (গর্দ্.দোভ্)। এর প্রচলিত উচ্চারণ গর্দ.ধোভ্ gɔrd̪.d̪ʰobʰ
শব্দ-উৎস:
সংস্কৃত গর্ধভ> বাংলা গাদহ, গাধা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ইকুইনঅসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী| খুরযুক্ত স্তন্যপায়ী| অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
 
Kingdom (রাজ্য) : Animalia
Phylum (পর্ব) : Chordata
Class (শ্রেণী) : Mammalia
Order
(বর্গ) : Perissodactyla
Family
(গোত্র) : Equidae
Genus (গণ) : Equus
Subgenus (উপগণ) :asinus
অর্থ: স্তন্যপায়ী শ্রেণির ইকুইডি (Equidae) গোত্রের একটি নিরেট-খুরযুক্ত তৃণভোজী চতুষ্পদী প্রাণী। ইকুইডি গোত্রের অন্তর্গত Equus গণের উপগণ হলো asinus । এই উপগণের অন্তর্গত যে কোন প্রজাতির সাধারণ নাম গাধা।

সমার্থক নাম: খর, গর্দভ, গাধা, রাসভ।
ইংরেজি: Ass, donkey