হজ
বানান বিশ্লেষণ: হ্+অ+জ্+অ
উচ্চারণ:
ɦɔɟ (হ.জ্)
শব্দ-উৎস: আরবি حج‎‎(হজ্জ)> বাংলা হজ
পদ : বিশেষ্য
অর্থ: ইসলাম ধর্মের মৌলিক স্তম্ভের ৫টি স্তম্ভের চতুর্থ স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যিক। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়।
সূত্র: