হ্যালোজেন
বানান
বিশ্লেষণ: হ্+য্+আ+ল্+ও+জ্+এ+ন্+অ
উচ্চারণ: [হ্যা.লো.জেন্]
[ɦœ.lo.ɟen]
শব্দ-উৎস:
গ্রিক
ἅλς (háls),
( লবণ
বা সাগর) +
গ্রিক
γεν- (gen-),
(উৎপন্ন
করা>ইংরেজি
Halogen>
বাংলা হ্যালোজেন।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
হ্যালোজেন |
দল
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ: রসায়নবিজ্ঞানের একটি পারাভাষিক শব্দ।
ফ্লোরিন,
ক্লোরিন ,
ব্রোমিন,
আয়োডিন
এবং
এ্যাস্টেটিনকে
দলগতভাবে হালোজেন বলা হয়।
দেখুন:
হ্যালোজেন (রসায়নবিজ্ঞান)