হাতি
বানান বিশ্লেষণ: হ্+আ+ত্+ই
উচ্চারণ:
ɦa.t̪i
(হাতি)
শব্দ-উৎস:
সংস্কৃত
হস্তিন্>প্রাকৃত
হত্থি>
বাংলা
হাথী>হাতী>হাতি
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{| প্রোবোস্সিডিয়ান |
অমরাযুক্ত স্তন্যপায়ী |
স্তন্যপায়ী |
মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
অর্থ:
প্রোবোস্সিডিয়া
বর্গের
এলিফ্যান্টিডি
গোত্রের প্রজাতিসমূহের সাধারণ নাম। [বিস্তারিত:
হাতি (বিশ্বকোষ)]
সমার্থক শব্দ: ইরম্মদ, করী, করেণু,
কুঞ্জর, ক্ষুদ্রাক্ষ, গজ, দন্তী, দ্বিপ, দ্বিরথ, দ্রুমারি, নগ, নাগ, নাগেন্দ্র,
পিল, পুষ্করী, বারণ, মাতঙ্গ, রদনী, সিন্ধুর, স্তম্ভরেম, হস্তী, হাতি।
বিপরীতার্থক শব্দ: মাদি হাতি।
যুক্তশব্দ: হাতিখেদা, হাতিশালা, পাগলাহাতি।