হট্টবিলাসিনী
বানান বিশ্লেষণ: হ্+অ+ট্+ট্+অ+ব্+ই+ল্+আ+স্+ই+ন্+ঈ
উচ্চারণ:
ɦɔʈ.ʈo.bi.la.ʃi.ni (হট্.টো.বি.লা.শি.নি)
শব্দ-উৎস:
সংস্কৃত
হট্ট + বিলাসিনী> বাংলা হট্টবিলাসিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হট্টের (পণ্যবিপণনের স্থান) বিলাসিনী (নারী যৌনকর্মী)/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { কর্মী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
সূত্র: