কাঞ্চন
বানান বিশ্লেষণ: ক্+আ+ঞ্+চ্+অ+ন্+অ
উচ্চারণ:
kan.con (কান্.চোন্)
শব্দ-উৎস: সংস্কৃত কাঞ্চনম্ > বাংলা কাঞ্চন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কামচ্্ (দীপ্তি পাওয়া) + অন্ (ল্যুট)
পদ: বিশেষ্য  

অর্থ: মৌলিক পদার্থ। অত্যন্ত মূল্যবান ধাতু হিসাবে বিশেষভাবে আদৃত। [বিস্তারিত: স্বর্ণ]
সমার্থক শব্দাবলি: কাঞ্চন, সোনা, স্বর্ণ


সূত্র: