কিরণযুক্ত
বানান বিশ্লেষণ:
ক্+ই+র্+অ+ণ্+য্+উ+ক্+ত্+অ
উচ্চারণ:
ki.rɔn.ɟuk.t̪o
(ওঙ্.শু.জুক্.তো)।
কিরণ=কি.রন্ [কি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট রন্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]
জুক্.তো [বাংলাতে য-এর উচ্চারণ জ-এর মতো। তাই যু-এর উচ্চারণ হবে জু। ক্ত বিভাজিত হয়ে ক্.তো হবে। পূর্বের জু ধ্বনির সাথে ক্. সংযুক্ত হয়ে জুক্ ধ্বনি তৈরি করবে। অবশিষ্ট তো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
শব্দ-উৎস:
সংস্কৃত
किरणयुक्त (কিরণযুক্ত)>বাংলা
কিরণযুক্ত।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কিরণ {√কৃ (করা) +অন (ক্যুন), কর্তৃবাচ্য}+ যুক্ত {√যুজ্ (যুক্ত করা, মিশ্রিত করা)+ত (ক্ত), কর্মবাচ্য}। }
কিরণ যুক্ত আছে যাহাতে/ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
নক্ষত্র
|
মহাকাশীয় বস্তু
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র
|
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ: কিরণের
মালা দ্বারা যে নিজেকে ব্যাপ্ত করে,
এই অর্থে সূর্যের অপর নাম–
অংশুমালী।
মহাকাশের সূর্য নামক নক্ষত্র।
[দেখুন
:
সূর্য
[জ্যোতির্বিজ্ঞান]
পদ:
বিশেষণ
{নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ: আভা (কিরণ)
ধারণ করে বা যুক্ত আছে
এমন।
সমার্থক
শব্দাবলি:
অংশুধর,
অংশুমৎ,
অংশুময়,
অংশুমান,
অংশুমালী,
অংশুযুক্ত,
অংশুল,
আভাময়, উজ্জ্বল, কিরণময়,
কিরণযুক্ত, জ্যোতির্ময়,
জ্যোতিষ্মান,
তেজোময়,
দীপ্তিমান, দীপ্তিময়,
দ্যুতিময়, দ্যুতিমান, দেদীপ্যমান,
প্রদীপ্ত,
প্রভাবিশিষ্ট,
প্রভাযুক্ত,
প্রভাশালী।
বিপরীতার্থক শব্দ: আভাময়ী
(স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি:
lumininous, radiant।