কর্মী
বানান বিশ্লেষণ: ক্+অ+র্+ম্+ঈ
উচ্চারণ:
korm.mi
(কোর্ম্.মি)
শব্দ-উৎস:
সংস্কৃত
কর্ম্মী>
বাংলা
কর্মী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কর্মমণ {√
কৃ (করা)+
মন্ (মনিন্),
+
(ইন্ (ইনি)}
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
কর্মী |
ব্যক্তি |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: যা করা যায়।
সমার্থক শব্দাবলি: কর্ম, কাজ কার্জ।
বিপরীতার্থক শব্দ:
- কর্মিণী [স্ত্রীলিঙ্গার্থে]
যুক্তশব্দ
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ৫৫৭
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৪৪৮-৪৫০