১. ঊর্ধ্বক্রমবাচকতা {| গৃহসংস্থান | নির্মাণ কাঠামো | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:যেখানে মানুষ বাস করতে পারে এমন গৃহসংস্থান
সমার্থক শব্দাবলি: আবাস, বাসস্থান, মোকাম।
ইংরেজি: dwelling, home, domicile, abode, habitation, dwelling house ।তার মধ্যে মা কর্তৃক প্রদত্ত চারটি চিজ হলো-
রক্ত,
মাংস,
চর্ম ও
লোম।
পিতা কর্তৃক প্রদত্ত চারটি চিজ হলো-
অস্থি,
রগ,
বিন্দু ও
মগজ।
সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত দশটি চিজ হলো-
দৃষ্টি,
শ্রবণ,
বাক,
গন্ধ,
আত্মা,
লোভ,
দীল,
বুদ্ধি,
ইমা ও
বায়ু।
এই আঠারো মোকামের সঙ্গে সংযুক্ত রয়েছে আরো চার মোকাম- নাসুত, মলকুত, জবরুত ও লাহুত। বাউল সাধনায় মোট কল্পিত অস্তিত্ব দেহের মধ্যে রয়েছে মোট বাইশটি।