নিধি
বানান বিশ্লেষণ: ন্+ই+ধ্+ই
উচ্চারণ: ni.
ʰi (নি.ধি)।

শব্দ-উৎস: সংস্কৃত নিধি>বাংলা নিধি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | অধিকার|  সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:

১. যা কোনো কিছু ধারণ করে এই অর্থে স্থান
সমার্থক শব্দাবলি: আধার, নিধি।
 

২. গচ্ছিত ধন, যা সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
সমার্থক শব্দাবলি: আধার, নিধি, বসু, সম্পদ।

ুক্তশব্দ: