নদ্ (অব্যক্ত ধ্বনি)
+
অ (ঘঞ্)
কর্তৃবাচ্য} ।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
জলাঙ্গী |
স্বতন্ত্র সত্তা |
দৈহিক
সত্তা |
সত্তা | }
-
অর্থ: প্রবহমান এমন একটি জলধারা, যার সমান্তরাল পার রয়েছে এবং দৃশ্যত যা
ঝর্নার চেয়ে বড়।
- বিপরীতার্থক শব্দবলি:
নদী
[স্ত্রীলিঙ্গ]
অভিধান ও গ্রন্থসূত্র সূত্র:
-
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার
অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ২৩৫
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১১৯০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৬৭৪।