ঐভাব
বানান বিশ্লেষণ : অ+ই+ভ্+অ+ব্+অ
উচ্চারণ : oi.bʰab  (ওই.ভাব্)
            অই =ওই। (ই ধ্বনির পূর্ববর্ণ ও-তে পরিণত হয়েছে)
            ভাব =ভাব্। (ব রুদ্ধ হয়ে ভাব্ একাক্ষর ধ্বনিতে পরিণত হয়)

শব্দ-উৎস: বাংল ঐ-সংস্কৃত भाव (ভাব)>বাংলা ঐভাব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঐ-Öভূ (হওয়া) +অ (ঘঞ্)
, ভাববাচ্য
পদ :
বিশেষণ {নাম-বিশেষণ | সর্বনামবাচক}