অইস
বানান বিশ্লেষণ:অ+ই+স্+অ+ন্+অ
উচ্চারণ:
oi.son [ওই.সো]
শব্দ-উৎস: সংস্কৃত অয়াদৃশ >ঐক্ষণ(ঐ+ক্ষণ > প্রাকৃত ঐছ> বাংলা ঐছ > ঐস > অইস।
শব্দ বিবর্তন: সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
            অইস বিলসই কাহ্নিল জোই/ কাহ্নপাদানাম্চর্যাগীতি-৪২

পদ: বিশেষণ [নাম-বিশেষণ| সর্বনামবাচক , দূরনির্দেশক বা অদূরনির্দেশক]
অর্থ: দূর নির্দেশিত রূপ।
সমার্থক শব্দাবলি : অইছন, অইস, অইসন, অমন, ঐছন, ঐপ্রকার, ঐভাব, ঐমত, ঐরকম, ঐরূপ, ঐসন, তৎপ্রকার, তদ্বিধ, তদ্রূপ, সেইপ্রকার, সেইমত, সেইরূপ, সেপ্রকার, সেমত, সেরূপ
ইংরেজি : like that

সূত্র :