তদ্বিধ
বানান বিশ্লেষণ:
ত্+অ+দ্+ব্+ই+ধ্+অ
উচ্চারণ: t̪ɔd̪.bi.dʰo
( (তদ্.বি.ধো)
শব্দ-উৎস:
সংস্কৃত তদ্বিধ>
বাংলা তদ্বিধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
পদ:
বিশেষণ
[নাম-বিশেষণ| সর্বনামবাচক , দূরনির্দেশক বা অদূরনির্দেশক]
অর্থ : পূর্ব নির্দেশিত রূপ।
সমার্থক শব্দাবলি :
অইছন,
অইস,
অইসন,
অমন,
ঐছন,
ঐপ্রকার,
ঐভাব,
ঐমত,
ঐরকম,
ঐরূপ,
ঐসন,
তৎপ্রকার,
তদ্বিধ,
তদ্রূপ,
সেইপ্রকার,
সেইমত,
সেইরূপ,
সেপ্রকার,
সেমত,
সেরূপ।
ইংরেজি :
like that
।
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।