অইসন
বানান বিশ্লেষণ : অ+ই+স্+অ+ন্+অ
উচ্চারণ:
oi.sɔn
(ওই.সন্)
শব্দ-উৎস:
সংস্কৃত ঐক্ষণ (ঐ +ক্ষণ)>
প্রাকৃত ঐছণ>
মৈথিলি,
হিন্দিও
বাংলা
ঐছন>
বাংলাঅইছন।
শব্দ বিবর্তন: সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
অইসন চর্যা কুক্কুরীপা গাইউ/
কুক্কুরীপা।
চর্যাগীতিকা-২।
পদ :
বিশেষণ
অর্থ : পূর্ব বা দূর নির্দেশিত রূপ।
সমার্থক শব্দাবলি :
অইছন,
অইস,
অইসন,
অমন,
অমনই,
ঐছন,
ঐপ্রকার,
ঐভাব,
ঐমত,
ঐরকম,
ঐরূপ,
ঐসন,
তৎপ্রকার,
তদ্বিধ,
তদ্রূপ,
সেইপ্রকার,
সেইমত,
সেইরূপ,
সেপ্রকার,
সেমত,
সেরূপ।
সূত্র:
-
চর্যাগীতিকোষ। নীলরতন সেন। সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১। ৮, ১২৯।
-
চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫। পৃষ্ঠা: ১১৫।
- চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ আলী
আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩। পৃষ্ঠা: ১৪৯।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
পৃষ্ঠা: ২
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
পৃষ্ঠা: ২
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ১।
wordnet 2.1