ঐসন
বানান
বিশ্লেষণ: অ+ই+স্+অ+ন্+অ
উচ্চারণ : oi.sɔn
(ওই.সন্)
শব্দ-উৎস:
সংস্কৃত
{ঐক্ষণ (ঐ +ক্ষণ)}>
প্রাকৃত
ঐছণ >
মৈথিলি
,
হিন্দি
ও
বাংলা
ঐছন>
বাংলা ঐসন
পদ :
বিশেষণ
অর্থ: পূর্ব বা দূর নির্দেশিত রূপ।
সমার্থক শব্দাবলি :
অইছন,
অইস
অইসন,
অমন,
ঐছন,
ঐপ্রকার,
ঐভাব,
ঐমত,
ঐরকম,
ঐরূপ,
ঐসন,
তৎপ্রকার,
তদ্বিধ,
তদ্রূপ,
সেইপ্রকার,
সেইমত,
সেইরূপ,
সেপ্রকার,
সেমত,
সেরূপ।
ইংরেজি : like that
সূত্র :
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫।