ঐসন
বানান বিশ্লেষণ : অ+ই+্+অ+ন্+অ

উচ্চারণ :
oi.sɔn  (ওই.সন্)
            অই =ওই। (ই ধ্বনির পূর্ববর্ণ ও-তে পরিণত হয়েছে)
            ছন =ছন্। (ন রুদ্ধ ধ্বনিতে পরিণত হয়েছে। স-এর উচ্চারণ হবে ইংরেজি
s -এর মতো)

শব্দ-উৎস :সংস্কৃত
ऐक्षण ঐক্ষণ (ঐ +ক্ষণ)>প্রাকৃত ঐছণ>মৈথিলী, হিন্দিবাংলা ঐছন>ঐসন
পদ : বিশেষণ  {নাম-বিশেষণ | সর্বনামবাচক}
অর্থ : পূর্ব বা দূর নির্দেশিত রূপ।
সমার্থক শব্দাবলি :
অইছন,  অইস, অইসন, অমন, ঐছন, ঐপ্রকার, ঐভাব, ঐমত, ঐরকম, ঐরূপ, ঐসন, তৎপ্রকার, তদ্বিধ, তদ্রূপ, সেইপ্রকার, সেইমত, সেইরূপ, সেপ্রকার, সেমত, সেরূপ
উদাহরণ :
ইংরেজি : like that

 


সূত্র :