পর্তুগিজ
বানান বিশ্লেষণ: প্+অ+র্+ত্+উ+গ্+ই+জ্+অ।
উচ্চারণ:
por.
u.giɟ (পোর.তু.গিজ্)।
শব্দ-উৎস: ইংরেজি Portuguese>বাংলা পর্তুগিজ
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { পর্তুগিজ  | রোমানস ভাষা | ল্যাটিন ইটালিক ভাষা | ইন্দো-ইউরোপীয় ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ |  বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: Portuguese

অর্থ: ইন্দো-ইউরোপীয়ান ভাষা পরিবারের অন্তর্গত ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্গত রোমান্স শাখার একটি ভাষা। সারা বিশ্বে পর্তুগিজ ভাষাভাষীর সংখ্যা প্রায় ১৮ কোটি।

খ্রিষ্টপূর্ব ২১৬ অব্দে রোমানরা আইবেরীয় উপদ্বীপ বিজয় করে। এই সময় এই অঞ্চলে ল্যাটিন ভাষা প্রচলিত হয়। কালক্রমে স্থানীয় ভাষার সাথে ল্যাটিন ভাষা বিবর্তিত আঞ্চলিক ল্যাটিনে পরিণত হয়। ৪০৯ থেকে ৭১১ খ্রিষ্টাব্দের ভিতরে পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এই সুযোগে জার্মানিক ভাষার জনগোষ্ঠী আইবেরীয় উপদ্বীপ দখল করে নেয়। এই রোমান সাম্রাজ্যের জারমানিয়া প্রদেশের সুবেই জাতির একটি বড় অংশ আইবেরিয়া দ্বীপে চলে আসে। এই সময় ভিজিগথ জাতির লোকেরা এই অঞ্চলে বসতি স্থাপন করে। এই দুই জাতির জনগোষ্ঠী মূলত প্রাচীন জার্মানিক ভাষায় কথা বলতো। প্রায় ৩০০ বৎসর পূর্বে প্রচলিত আঞ্চলিক ল্যাটিন ভাষার জার্মিক ভাষার সংমিশ্রণের প্রক্রিয়া অব্যাহত থাকে। এর ফলে সৃষ্টি হয় ল্যাটিনের অপভ্রংশ রূপ।

৭১১ খ্রিষ্টাব্দের দিকে উত্তর আফ্রিকা থেকে মুসলমান ধর্মাবলম্বী মুর জাতি গোষ্ঠী ইউরোপে হানা দিতে থাকে। এই সূত্রে তারা ৮২৭ খ্রিষ্টাব্দে সিসিলি দখল করে এবং একটি সমুদ্র বন্দর তৈরি করে। এর ফলে এই অঞ্চলের ভাষাসমূহে আরবি শব্দের অনুপ্রবেশ ঘটতে থাকে। এই পরিবর্তনের মধ্য দিয়ে উদ্ভব ঘটে প্রাচীন পর্তুগিজ ভাষা বা গ্যালাসিয়ান ভাষা
(Galician-Portuguese)। এই ভাষার লোকেরা বাস করতো প্রাচীন গ্যালাসিয়ান রাজ্যে। এই সময়ে রচিত ল্যাটিন ভাষায় রচিত গ্যালাসিয়ান ভাষার কিছু নমুনা লিপিবদ্ধ হয়েছিল। খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দী পর্যন্ত গ্যালাসিয়ান ভাষা এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য স্বতন্ত্র ভাষায় পরিণত হয়েছিল। ১১৩৯ খ্রিষ্টাব্দে রাজা আফোনসো (প্রথম) স্বাধীন পর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলেন। এই সময় থেকে পর্তুগিজ রাষ্ট্রীয় ভাষায় পরিণত হয়। এই সূত্রে ভাষায় শুরু হয় প্রচুর গ্রন্থাদি রচনা। তবে পূর্ণাঙ্গ রচনাগুলোর মধ্যে সর্বপ্রাচীন নমুনা হিসেবে বিবেচনা করা হয়- ১৩শ শতকে এক আইনজীবীর অভিযোগের দলিল এবং রাজা দ্বিতীয় আলফোন্সোর ১২১৪ খ্রিষ্টাব্দে রচিত উইল। এই ভাষায় শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য, ১২৯০ খ্রিষ্টাব্দে রাজা ডেনিস লিসবনে প্রথম পর্তুগিজ বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এই ভাষাটি বর্তমানে পর্তুগাল, ব্রাজিল, এবং প্রাক্তন পর্তুগিজ ঔপনিবেশিক সাম্রাজ্যের অন্তর্গত অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভের্দি, সাঁউ তুমি ও প্রিঁসিপি, গোয়া, মাকাউ এবং পূর্ব তিমুরে প্রচলিত।

১৯৮৬ সালে পর্তুগিজ ভাষা ইউরোপীয় ইউনিয়নের একটি দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত হয়। ১৯৯৬ সালে পর্তুগিজভাষী দেশগুলির সমন্বয়ে সৃষ্টি হয়েছে
(Comunidade dos Países de Língua Portuguesa সংক্ষেপে CPLP) গঠিত হয়েছে।


সূত্র :