ফণ
বানান বিশ্লেষণ: ফ্+অ+ণ+অ
উচ্চারণ:
pʰɔn [ফন্]
শব্দ-উৎস: সংস্কৃত ফণ > বাংলা ফণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ফণ (বিস্তার)+ অ (অচ্)=ফণ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সরীসৃপমেরুদণ্ডী | কর্ডেট  | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }‌
অর্থ: বিস্তারিত মস্তক, এই অর্থে সাপের উদ্যত চ্যাপট মাথাকে বুঝানো হয়। আত্মরক্ষা বা শত্রুকে ভয় দেখানোর জন্য গোখরো জাতীয় কিছু সাপের মাথা বিস্তারিত বা ফণ-যুক্ত হয়। স্ত্রীলিঙ্গে ফণা হয়। কিন্তু সকল জাতের সাপকেই ফণী বলা হয়।
সমার্থক শব্দাবলি: ফণ, ফণা
সূত্র: