ঃ (বিসর্গ)
বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণ।  

বানান বিশ্লেষণ:
ব্+ই+স্+অ+র্+গ্+অ।
উচ্চারণ: বি.শর্গ,গো
[bi.ʄɔrg.go]
শব্দ-উৎস: সংস্কৃত বিসর্গ> বাংলা বিসর্গ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পরাশ্রয়ী | বাংলা বর্ণ | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ| বিমূর্তন | বিমূর্ত-সত্ত্বা | সত্তা}

উচ্চারণ ও ব্যবহার


সূত্র: