শ্লেষ্মা
বানান
বিশ্লেষণ: শ্+ল+এ+ষ্+ম্+আ
উচ্চারণ:
[sleʃ.ʃ˜]
[স্লেশ.শাঁ]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্লেষ্মা>
বাংলা শ্লেষ্মা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
শ্লিষ্ (আলিঙ্গিত) +
মন্ (মনিন্)
=(স্লেষ্মন্)>কর্তৃবাচ্য
এক বচন, স্ত্রীলিঙ্গে শ্লেষ্মা। সমাসবদ্ধ পদের পূর্বে শ্লেষ্মা শব্দ শ্লেষ্ম হয়।
যেমন শ্লেষ্মজ্বর।
পদ:
বিশেষ্য
অর্থ: সর্দি-কাশি জাতীয় রোগে গলায় এবং নাসিকার অভ্যন্তরে
উৎপন্ন তরল চটচটে পদার্থ।
সমার্থক শব্দাবলি:
কফ, সর্দি।