শ্লেষক
বানান বিশ্লেষণ: শ্+ল+এ+ষ্+অ+ক্+অ
উচ্চারণ:
[sleʃ.ɔk] [স্লে.শক্]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্লেষক> বাংলা শ্লেষক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
শ্লিষ্ (আলিঙ্গিত) + অক (ণ্বুল), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ:
১. যা কোনো কিছুর সাথে সংযোগ স্থাপন করে
উপসর্গ যুক্ত হয়ে এই শব্দ, নূতন শব্দ তৈরি করে। যেমন- বিশ্লেষক
সমার্থক শব্দাবলি:
সন্ধিকারক, সংযোগকারক

২. যার দ্বারা আলিঙ্গন সম্পন্ন হয়
সমার্থক শব্দাবলি: আলিঙ্গনকারক