তুঙ্গস্কন্ধ
বানান বিশ্লেষণ: ত্+উ+ ঙ্+গ্+অ+স্+ক্+অ+ন্+দ্+অ
উচ্চারণ:
t̪uŋ.gos.kɔn.d̪ʰo [তুঙ্.গোস্.কন্.ধো্]
শব্দ-উৎস: সংস্কৃত তুঙ্গস্কন্ধ> বাংলা তুঙ্গস্কন্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  তুঙ্গ যে স্কন্ধ /কর্মধারয় সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: উঁচু কাঁধ
সমার্থক শব্দাবলি: অংসকূট, উঁচু কাঁধ, তুঙ্গস্কন্ধ।