ভাগাভাগি
বানান বিশ্লেষণ: ভ্+আ+গ্+আ+ভ্+আ+গ্+ই
উচ্চারণ:
bʰa.ga.bʰa.gi (ভা.গা.ভা.গি)
শব্দ-উৎস: সংস্কৃত ভাগ> বাংলা ভাগ+ সংস্কৃত ভাগ> বাংলা ভাগি=ভাগাভাগি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভাগ +আ+ভাগ+ই
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৃথকীকরণ | অখণ্ড পরিবর্তন | পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: পরস্পরের মধ্যে কোনো বিষয়ের যথাযথা অংশন ব্যবস্থা।
সমার্থক শব্দাবলি: অংশন, অংশকরণ, অংশা-অংশী, অংশাংশি, অংশাংশিকরণ, অংশীকরণ, খণ্ড খণ্ড করণ, পৃথক্-করণ, পৃথকীকরণ, বণ্টন, বাঁটন, বিভক্তি, বিভাগকরণ, বিভাজন, ভাগকরণ, ভাগাভাগি।
ইরেজি: devision into respective shares
সূত্র :