মাগধি প্রাকৃত
পূর্ব-ভারতের
দক্ষিণ বিহারের মগধ নামক অঞ্চলের বিকশিত পূর্ব-ভারতীয় আর্য ভাষা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{মাগধি-প্রাকৃত
|
পূর্ব-ভারতীয়
আর্য ভাষা |
ভারতীয় আর্য ভাষা
|
ইন্দো-ইরানিয়ান ভাষা |
ইন্দো-ইউরোপীয় ভাষা
|
প্রাকৃতিক ভাষা |
ভাষা
| যোগাযোগ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
Magadhi Prakrit।
ব্যখ্যা: ভারতীয়-আর্য ভাষা থেকে ভারতের পূর্ব-মধ্যাঞ্চল জুড়ে নানা ধরনের প্রাকৃত ভাষার সৃষ্টি করেছিল। কালবিবর্তনের ধারায় ভারতের প্রতিটি অঞ্চলে ভাষা আদি রূপ হারিয়ে নূতন একটি রূপ লাভ করে। এই সূত্রে মাগধি ভাষা থেকে সৃষ্টি হয়েছিল মাগধি অপভ্রংশ। তবে সাধারণভাবে একে অপভ্রংশও বলা হয়। পরে অপভ্রংশ পূর্ব পশ্চিমে ভাগ হয়ে যায়। আঞ্চলিকতার বিচারে ভাষাতাত্ত্বিকরা এর নামকরণ করেছেন পূর্বাঞ্চলীয় মাগধি ও পশ্চিমাঞ্চলী মাগধি।
পূর্বাঞ্চলীয় মাগধি (eastern magdhi): ভারতের পূর্বাঞ্চলে বিকশিত মাগধি ভাষার ক্রমবিবর্তিত রূপ।