পূর্বাঞ্চলীয় মাগধি
পূর্ব-ভারতের দক্ষিণ বিহারের মগধ নামক অঞ্চলের বিকশিত পূর্ব-ভারতীয় আর্য ভাষা।
ঊর্ধ্বক্রমবাচকতা {পূর্বাঞ্চলীয় মাগধি | মাগধি প্রাকৃত | পূর্ব-ভারতীয় আর্য ভাষা | ভারতীয় আর্য ভাষা | ইন্দো-ইরানিয়ান ভাষা | ইন্দো-ইউরোপীয় ভাষা | প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ |  বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি:
eastern magdhi

 

ব্যখ্যা: এর অপর নাম  মাগধী অপভ্রংশ বা মাগধী অবহট্ট। এই ভাষা থেকে সৃষ্টি হয়েছিল বাংলা-অহমিয়া ভাষা গোষ্ঠী