মুক্ত রিড
এই জাতীয় রিড বাদ্যযন্ত্রে প্রতিটি স্বরের জন্য একটি করে রিড ব্যবহার করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { মুক্ত রিড | রিড | সুষির | বাদ্যযন্ত্র | ডিভাইস | যন্ত্র | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি: free reed

ব্যাখ্যা: এই জাতীয় রিড বাদ্যযন্ত্রে প্রতিটি স্বরের জন্য একটি করে রিড ব্যবহার করা হয়। এই কারণে মুক্ত রিডের বাদ্যযন্ত্রে প্রতি অক্টেভের জন্য ১২টি রিড ব্যবহার করা হয়। অধিকাংশ মুক্ত রিড বাদ্যযন্ত্রে এই রিডগুলোর ধ্বনি নিয়ন্ত্রণ করা হয় চাবি জাতীয় ডিভাইস দ্বারা। এর উৎকৃষ্ট উদাহরণ হারমোনিয়াম