ব্যাখ্যা: এই জাতীয় রিড বাদ্যযন্ত্রে প্রতিটি স্বরের জন্য একটি করে রিড ব্যবহার করা হয়। এই কারণে মুক্ত রিডের বাদ্যযন্ত্রে প্রতি অক্টেভের জন্য ১২টি রিড ব্যবহার করা হয়। অধিকাংশ মুক্ত রিড বাদ্যযন্ত্রে এই রিডগুলোর ধ্বনি নিয়ন্ত্রণ করা হয় চাবি জাতীয় ডিভাইস দ্বারা। এর উৎকৃষ্ট উদাহরণ হারমোনিয়াম।