বিশুদ্ধ গ্যাস
Pristine Gas
এটি একটি মহাকাশীয় বিশুদ্ধ গ্যাস।

ইংরেজি
Pristine শব্দের অর্থ হলো অক্ষত, অপরিবর্তিত, বিশুদ্ধ । এই বিচারে Pristine Gas এর বাংলা করা হয়েছে বিশুদ্ধ গ্যাস। বিগ ব্যাং-এর পরে সৃষ্ট আদিম গ্যাসকে বিজ্ঞানীরা বিশুদ্ধ পারিভাষিক গ্যাস।

মূলত ফোটন অন্তঃযুগের পরে  তাপমাত্রা ৩০০০ কেলভিন (২৭২৭ ডিগ্রি সেলসিয়াস) নেমে এসেছিল। এই পরিবেশে-  প্রোটন নিউট্রন মিলিত হয়ে আয়োনিত হাইড্রোজেনহিলিয়াম পরমাণু তৈরি করেছিল। বিগব্যং-এর ৩ মিনিটের মধ্যে তৈরি হয়েছিল বিশুদ্ধ গ্যাস। এতে ছিল ৭৫ ভাগ হাইড্রোজেন  এবং ২৫ ভাগ হিলিয়াম তবে এই গ্যাস কার্বন, লৌহ ইত্যাদি সামান্য পরিমাণ ছিল। এই সামান্য পরিমাণকে অগ্রাহ্য করে  ধাতু-মুক্ত গ্যাস বলা হয়।  মূলত প্রথম নক্ষত্র প্রজন্ম তৈরি হয়েছিল এই বিশুদ্ধ গ্যাস থেকে।