টেন্টাকুলা
Tentaculata

প্রাণিজগতের  টিনোফোর নামক পর্বের একটি শ্রেণি বিশেষ। থাকের অন্তর্গত একটি পর্ব বিশেষ । বাল্টিক জার্মানির বিজ্ঞানী
Eschscholtz ৮২৫ খ্রিষ্টাব্দে এই শ্রেণির নামকরণ করেছিলেন।

ক্রমবিবর্তনের ধারা
৫৪ কোটি খ্রিষ্টপূর্ববাব্দের দিকে এদের উদ্ভব হয়েছিল। এই শ্রেণির প্রাণীদের দেহ ছিল জেলির মতো কিন্তু বেশ ক্ষণভঙ্গুর। দেহের আকার ছিল ঘন্টার মতো। এদের ছিল এক জোড়া দীর্ঘ আকর্ষী। এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল নানান ধরনের কম্বো জেলি। বিজ্ঞানীর এ সকল কম্বো জেলিকে মোট ৮টি বর্গে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো- সাইডিপ্পিয়া, লোবাটা, প্লাটিস্‌টেনিডা, গেনেশিডা, ক্যাবিজিডা, ক্রিপ্টোলোবিফেরিডা এবং থ্যালাস্সোক্যালিসিডা। সাইডিপ্পিয়া, লোবাটা, প্লাটিস্‌টেনিডা, গেনেশিডা, ক্যাবিজিডা, ক্রিপ্টোলোবিফেরিডা এবং থ্যালাস্সোক্যালিসিডা।


সূত্র :