শার্দুল
খ্রিষ্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীর সঙ্গীতজ্ঞ।

প্রাচীন ভারতীয় সঙ্গীতের দুটি ভরত ও নারদ পন্থীদের মধ্যে শার্দুল ছিলেন নার্দ সম্প্রদায়ের। শার্দুল এবং কোহলের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে একটি গ্রন্থ রচিত হয়েছিল। এটি 'শার্দুল' বা 'ব্যাল কোহল' নামে পরিচিত। এই গ্রন্থে শার্দুল সঙ্গীত বিষয়ে কোহলকে যে সকল প্রশ্ন করেছেন, তার উত্তর দিয়েছেন কোহল। এর থেকে ধারণা করা যায়, খ্রিষ্টীয় শতাব্দীর সঙ্গীতজ্ঞ ও নারদের পুত্র ও শিষ্য কোহল, শার্দুলে অগ্রজ ছিলেন।

নারদের মতই পাঁচটি শ্রুতির কথা বলেছেন। তবে এই পাঁচটি শ্রুতির পাশাপাশি ২২টি শ্রুতিরও উল্লেখ করেছিলেন।  এছাড়া

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে- শর্দুলের উদ্ধৃতিতে  কয়েকটি বিভাষা রাগের বর্ণনা করেছেন। এগুলো হলো-

তথ্যসূত্র: