স্বরবিতান ৪৭


এই গ্রন্থের পৌষ ১৪১২ মুদ্রণের ১০৭ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

স্বরবিতান সপ্তচত্বারিংশ খণ্ড প্রকাশিত হয় শ্রাবণ ১৩৬৩ সালে। এই গ্রন্থের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী।

বর্তমান গ্রন্থে রবীন্দ্রনাথের দেশভক্তিসূচক ছাব্বিশটি গানের স্বরলিপি সংকলিত। ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত ৩ ও ৫ –সংখ্যক গানের স্বরলিপি ‘ভারততীর্থ’ হইতে, ১৬-সংখ্যক গানের স্বরলিপি বীণাবাদিনীর ১৩০৪ ফাল্গুন সংখ্যা হইতে, ৮-সংখ্যক গানের স্বরলিপি সঙ্গীত-প্রকাশিকার ১৩১২ আশ্বিন সংখ্যা হইতে এবং ১০, ১১, ১২ ও ২১ –সংখ্যক গানের স্বরলিপি পাণ্ডুলিপি হইতে গৃহীত। সরলাদেবী চৌধুরানী –কৃত ২ ও ১৭ –সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে ‘ভারততীর্থ’ ও বিশ্বভারতী পত্রিকার ১৩৫২ কার্তিক-পৌষ সংখ্যা হইতে সংকলিত। দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত ১, ২২ ও ২৩ সংখ্যক গানের স্বরলিপি ‘গীতপঞ্চাশিকা’ (স্বরবিতান ১৬) হইতে গৃহীত। কাঙালীচরণ সেন –কৃত ৬, ৯ ও ১৪ –সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে ‘ব্রহ্মসঙ্গীত স্বরলিপি’র চতুর্থ, প্রথম ও দ্বিতীয় ভাগ হইতে গৃহীত। পণ্ডিত ভীমরাও শাস্ত্রী –কৃত ২৬ –সংখ্যক গানের স্বরলিপি মূলতঃ ‘সংগীত-গীতাঞ্জলি’ হইতে গৃহীত। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় –কৃত ৭-সংখ্যক গানের স্বরলিপি পূর্বে চতুর্থভাগ, ‘গীতলিপি’তে প্রকাশিত হইয়াছিল। - ‘ভারততীর্থ’এ এই গানের যে স্বরলিপি প্রকাশিত হয় তাহাই বর্তমান গ্রন্থে সংকলিত হইয়াছে।

শ্রীশৈলজারঞ্জন মজুমদার –কৃত ১৫ ও ১৮ –সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে ‘ভারততীর্থ’ ও পাণ্ডুলিপি হইতে সংকলিত। শ্রীশান্তিদেব ঘোষ –কৃত ২৪-সংখ্যক গানের স্বরলিপি ‘ভারততীর্থ’ হইতে গৃহীত।

৪, ১৩, ১৯, ২০ ও ২৫ –সংখ্যক গানের স্বরলিপি ভারতী ১৩০৬ মাঘ, সঙ্গীত-প্রকাশিকা ১৩১২ অগ্রহায়ণ, বীনাবাদিনী ১৩০৫ আশ্বিন, সাধনা ১৩০১ অগ্রহায়ণ ও সঙ্গীত-প্রকাশিকা ১৩১২ অগ্রহায়ণ-সংখ্যা হইতে গৃহীত হইয়াছে-কোনো ক্ষেত্রেই স্বরলিপিকারের নামের উল্লেখ পাওয়া যায় না।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের পাঠভেদ, রচনাকাল ও প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

চৈত্র ১৩৭৯ এই গ্রন্থে গৃহীত গানগুলির তালিকা নিচে তুলে ধরা হলো


অয়ি ভূবনমনোমোহিনী, মা [স্বদেশ-২৩] [তথ্য] [নমুনা]
আগে চল্‌,আগে চল্ ভাই [স্বদেশ-১৮] [তথ্য] [নমুনা]
আজি এ ভারত লজ্জিত হে [স্বদেশ-৩৮] [তথ্য] [নমুনা]
আনন্দধ্বনি জাগাও গগনে [স্বদেশ-১৯] [তথ্য] [নমুনা]
আমরা মিলেছি আজ মায়ের ডাকে [স্বদেশ-৯] [তথ্য] [নমুনা]
আমাদের যাত্রা হল শুরু এখন ওগো কর্ণধার [স্বদেশ-১৩] [তথ্য] [নমুনা]
আমায় বলো না গাহিতে বোলো না [স্বদেশ-২২] [তথ্য] [নমুনা]
এ কি অন্ধকার এ ভারতভূমি! [জাতীয় সংগীত-৪] [তথ্য] [নমুনা]
এ ভারতে রাখো নিত্য [স্বদেশ-৩৫] [তথ্য] [নমুনা]
একবার তোরা মা বলিয়া ডাক্‌ [জাতীয় সঙ্গীত ১১] [তথ্য] [নমুনা]
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন [জাতীয় সংগীত-৭] [তথ্য] [নমুনা]
ওরে নূতন যুগের ভোরে [স্বদেশ-৪১] [তথ্য] [নমুনা]
কে এসে যায় ফিরে ফিরে [জাতীয় সংগীত-১২] [তথ্য] [নমুনা]
কেন চেয়ে আছ, গো মা [জাতীয় সংগীত-১০] [তথ্য] [নমুনা]
চলো যাই চলো যাই চলো [স্বদেশ-৩৯] [তথ্য] [নমুনা]
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা [স্বদেশ-১৪] [তথ্য] [নমুনা]
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে [জাতীয় সংগীত-৫] [তথ্য] [নমুনা]
তবু পারি নে সঁপিতে প্রাণ [প্রেম-১৫১] [তথ্য] [নমুনা]
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ [জাতীয় সংগীত-৮] [তথ্য] [নমুনা]
দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী [স্বদেশ-১৬] [তথ্য] [নমুনা]
দেশে দেশে ভ্রমি তব দুখগান [জাতীয় সংগীত-৬] [তথ্য] [নমুনা]
মাতৃমন্দির-পুণ্য-অঙ্গন কর মহোজ্জ্বল আজ হে [স্বদেশ-১৭] [তথ্য] [নমুনা]
শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান [স্বদেশ-৪০] [তথ্য] [নমুনা]
শোনো শোনো আমাদের ব্যথা [জাতীয় সংগীত-৩] [তথ্য] [নমুনা]
হে ভারত, আজি তোমারি সভায় [জাতীয় সংগীত-১৩] [তথ্য] [নমুনা]
হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধীরে [স্বদেশ-১৫] [তথ্য] [নমুনা]