স্বর্ণকুমারী দেবীর গানের বর্ণানুক্রমিক তালিকা
এ হৃদি নিভাতে চাহে ও মরম ব্যথা [গান-৪] [তথ্য]
এখনো এখনো প্রাণ সে নামে শিহরে কেন [গান-৭] [তথ্য]
এমনি তারো কি কাঁদে প্রাণ আমারো তরে [গান-১] [তথ্য]
ওহে পরাণপ্রিয়, তারে দিও গো দিও [গান-৬] [তথ্য]
কি আলোক জ্যোতি আঁধার মাঝারে [গান-৮] [তথ্য]
দীন দয়াময় দীনজনে দেখা দাও। [শ্রবণ নমুনা: অভিরূপ গুহ ঠাকুর]
নিঃঝুম নিঃঝুম গম্ভীর রাতে [গান-৩] [তথ্য]
বহু ঝটিকা ঝড় কাঁপায়ে চেতন জড় [গান-১০] [তথ্য]
সখি নব শ্রাবণ মাস [গান-২] [তথ্য]
সে কেমনে চলে যায় [গান-৫] [তথ্য]