দক্ষিণ এশিয়া
South Asia

এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলকে দক্ষিণ এশিয়া নামে অভিহিত করা হয়ে থাকে। বিশেষ করে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতীয় উপমহাদেশ ও তার সন্নিকটস্থ অঞ্চলকে বোঝানো হয়ে থাকে। এর পশ্চিমে পশ্চিম মধ্যপ্রাচ্য, উত্তরে মধ্য এশিয়া, আর পূর্বে পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া। ভূতাত্ত্বিক অবস্থানের বিচারে উল্লিখিত দেশগুলো ভারতীয় পাতের অবস্থিত।

দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো- আফগানিস্তান, নেপাল,
পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদস্য দেশগুলো হলো - বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য সার্ক ১৯৮৫ খ্রিষ্টাব্দের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন।

দক্ষিণ এশিয়ার ইতিহাস ও দক্ষিণ এশিয়ার জাতিসমূহ নিবন্ধে জনগণনা অনুসারে দক্ষিণ এশিয়ার জনসংখ্যা প্রায় ১৭৪.৯ কোটি।  এই অঞ্চলের বহুভাষী মানুষের বিপুল সমারোহ রয়েছে। তবে রাষ্ট্রভাষা হিসেবে পরিচিত ভাষাগুলো হলো- উর্দু, দারি, ধিবেহী
 নেপালি, পোস্তু, বাংলা, সিংহলি, ও হিন্দি।

সর্ববৃহৎ নগরাঞ্চল বিশ্বের বেশকিছু সর্বাধিক জনবহুল অতিমহানগরী দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ঢাকা, দিল্লি, মুম্বই ও করাচী বিশ্বের চারটি জনবহুল অতি মহানগরী। ভাষা দক্ষিণ এশিয়ায় অসংখ্য ভাষা রয়েছে।

এই অঞ্চলের স্থানীয় ধর্ম সনাতন হিন্দু ধর্ম, বৌদ্ধ, জৈন, শিখ। বহিরাগত ধর্মের ভিতরে রয়েছে ইসলাম ও খ্রিষ্টান।

সমগ্র দক্ষিণ এশিয়ার জনসংখ্যার হিন্দুরা প্রায় ৬৮ শতাংশ বা প্রায় ৯০০ কোটি হিন্দু এবং ৩১ শতাংশ বা ৫১ কোটি মুসলমান, বাকী অংশের বেশিরভাগ অংশ বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং শিখ ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং খ্রিস্টানরা ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানে; আর মুসলমানরা আফগানিস্তান (৯৯%), বাংলাদেশ (৯০%), পাকিস্তান (৯৯%) এবং মালদ্বীপে (১০০%) বাস করে।