বাংলা ধর্ম সঙ্গীত
বাংলা ভাষায় রচিত
ধর্ম বিষয়ক সঙ্গীতকে সাধারণভাবে বলা হয় বাংলা ধর্মসঙ্গীত।
ধর্মের বিচারে বাংলাভাষাভাষীরা বহুধর্মীয় আদর্শে বিভাজিত।
উল্লেখযোগ্য ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে- ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম. খ্রিষ্টান ধর্ম
সনাতন ধর্ম। এই বাইরে রয়েছে শিখ ধর্ম, ব্রাহ্মধর্ম, প্রকৃতি পূজারী আদিবাসীদের ধর্ম।
এ সকল ধর্মাবলম্বীদের রয়েছে নিজস্ব ধর্মীয় সঙ্গীত।
চর্যাগীতি (৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ)
নমুনা প্রাপ্তির বিচারে- বৌদ্ধ সহজিয়া ধর্মমতাদর্শের রচিত
চর্যাগীতি এবং সমতূল্য নাথগীতিকাকে বাংলা ভাষার রচিত আদি
ধর্মসঙ্গীতে হিসেবে বিবেচনা করা হয়। ধর্মের বিচারে সাধারণভাবে বলা হয়
বৌদ্ধ সঙ্গীত।
১২০৪-১৩৫০ খ্রিষ্টাব্দ [বাংলা গানের অন্ধকারযুগ]
এই যুগে বাংলা গানের কোন নমুনা পাওয়া যায় নি।
বৈষ্ণবসঙ্গীত,
ইসলামি গান
বাউল গান
(১৩৫০-১৮০০ খ্রিষ্টাব্দ)
বাংলা গানের অন্ধকারযুগের পরে
বিকশিত হয়েছিল ধর্মসঙ্গীতের চারটি বিশেষ ধারা। এগুলো হলো-