রিড উচ্চারণ:
riɖ
(রিড্)। শব্দ-উৎস: প্রাচীন জার্মান
hriot
>প্রাচীন স্যাক্সন
hriot>
প্রাচীন ফ্রিসিয়ান
hriad
>প্রাচীন
ইংরেজি
মধ্যুগীয় ইংরেজি
red, rede
>আধুনিক
ইংরেজি
reed
>বাংলা রিড।
অর্থ:
বাদ্যযন্ত্রে ব্যবহৃত এক ধরনের ডিভাইস। এই ডিভাইসের একটি পাতলা পাত বায়ু
প্রবাহের দ্বারা কম্পিত হলে, সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি হয়। ধারণা করা হয়, মানুষের
সঙ্গীতচর্চার গোড়ার দিকে
phagmites
গণের
উদ্ভিদ তথা রিড বা নল খাগড়া দিয়ে বাঁশি তৈরি শুরু হয়েছিল। পরে নানা ধরনের বাঁশি
তৈরি হলেও সঙ্গীতোপযোগী যে কোনো বায়ুপ্রবাহী ডিভাইসই ইউরোপীয় ভাষায় রিড নামে
পরিচিতি লাভ করেছে।
ইউরোপের সঙ্গীতশিল্পীরা শুরুর দিকে রিড তৈরি করতেন
Arundo donax
প্রজাতির বেত
দিয়ে। পরে বেতের জায়াগায় ব্যবহার শুরু হয় সংশ্লেষাত্মক
(synthetic
)
পদার্থ। এর বাইরে ব্যবহৃত হয় ধাতুর তৈরি রিড। ভারতে
শানাই
নামক যন্ত্রে পাতা দিয়ে রিড তৈরি করা হয়।
একটি বাদ্যযন্ত্রে রিড কিভাবে
ব্যবহৃত হয়, তার বিচারে রিড ভিত্তিক বাদ্যযন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি
হলো −
বদ্ধ রিড (
fixed
reed )
:
এই জাতীয় যন্ত্রে একটি বা দুটি রিডি সুনির্দিষ্ট রিড
ব্যবহার করা হয়। রিড মূল বাদ্যন্ত্রের মুখে আলাদাভাবে বসানো হয়। রিডে বায়ু
চালিত করে সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা হয়। এই ধ্বনি প্রবাহিত হওয়ার সময়, মূল
বাদ্যযন্ত্রের ধ্বনি পরিবর্তনশীল অংশের দ্বারা নানা ধরনের সুর তৈরি করা হয়।
যেমন
শানাই
নামক বাদ্যযন্ত্রে যে দুটি রিড ব্যবহার করা হয়, তাতে ফুঁ দিয়ে ধ্বনি তৈরি করা
হয়। এই ধ্বনি শানাইয়ের নলাকার অংশের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময়, নলের গায়ের
ফুটোতে আঙুল ব্যবহার করে বিভিন্ন স্বরকে প্রকাশ করা হয়। এই জাতীয় রিড ব্যবহৃত
হয়−
ওবো, ক্ল্যারিনেট,
শানাই,
স্যাক্সোফোন ইত্যাদি বাদ্যযন্ত্রে।
সাধারণত বদ্ধ রিড তৈরি হয়
অধাতব উপাদান দিয়ে। এতে ব্যবহার করা হয়
−
বাঁশ, বেত, গাছের পাতা। অল্প কিছু বাদ্যযন্ত্রের ধাতব রিড ব্যবহার লক্ষ্য করা
যায়। চীনে ব্যবহৃত জনপ্রিয় বাদ্যযন্ত্র বা-য়ু (bawu
)-তে
ধাতব রিড ব্যবহার করা হয়।
রিডের সংখ্যার উপর, নিবদ্ধ রিডের বাদ্যযন্ত্রকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি
হলো−
একক রিড
(single
reed)
এই
জাতীয় রিড ব্যবহার করা হয় ইউরোপের ক্ল্যারিনেট ও স্যাক্সোফোন নামক
বাদ্যযন্ত্রে। এই রিড তৈরি হয় বেত দিয়ে।
স্যাক্সোফোনে ব্যবহৃত একক রিড
ব্যাসুনে ব্যবহৃত দ্বৈত রিড
এর আকার হয় আয়তাকার।
এর একটি প্রান্ত সমান থাকে এই ভাগকে মূল বাদ্যযন্ত্রের ফুঁ-দেওয়া অংশের সাথে
যুক্ত করা হয়। এর অপরপ্রান্তের প্রান্তদেশ গোলাকার হয়। এই অংশে ফুঁ দিলে ধ্বনি
সৃষ্টি হয়। এই জাতীয় রিডে কোনো বিশেষ স্কেলে পাওয়া মুশকিল। কারণ বিভিন্ন রিড
তৈরিকারকদের হাতে বিভিন্ন কম্পাঙ্কের রিড তৈরি হয়। তৈরিকারকরা সাধ্যমত কোনো
স্কেলে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো রিডই শেষ পর্যন্ত পুরোপুরি
অপরটির মতো হয় না। চীনে
ব্যবহৃত বা-য়ু (
bawu)-তে
একটি ধাতব রিড ব্যবহার করা হয়।
দ্বৈত রিড
(double
reed)
:
এই জাতীয় রিড বাদ্যযন্ত্রে দুটি রিড ব্যবহার করে সঙ্গীতোপযোগী ধ্বনিকে
উপস্থাপন করা হয়। এর ফুঁ দেওয়ার অংশে একটি রিড প্রাথমিকভাবে ব্যবহৃত হয়।
প্রথমটির অনুরণনে এবং বাতাসের ধাক্কায় দ্বিতীয় রিড শব্দ তৈরি করে। উভয় রিডের ধ্বনি মিলিত
হয়ে মধুর মিশ্র ধ্বনি সৃষ্টি করে। এই জাতীয় যন্ত্রে ভিতরে রয়েছে ওবো, ওবো
ডি'আমোর, ইংলিশ হর্ন, ব্যাস ওবো, হেকেলফোন, ব্যাসোন, কন্ট্রাব্যাসন,
সাররুসোফোন, ব্যাগপাই
শানাই
ইত্যাদি।
মুক্ত রিড
(free
reed
):
এই জাতীয় রিড বাদ্যযন্ত্রে প্রতিটি স্বরের জন্য একটি
করে রিড ব্যবহার করা হয়। এই কারণে মুক্ত রিডের বাদ্যযন্ত্রে প্রতি অক্টেভের
জন্য ১২টি রিড ব্যবহার করা হয়। অধিকাংশ মুক্ত রিড বাদ্যযন্ত্রে এই রিডগুলোর
ধ্বনি নিয়ন্ত্রণ করা হয় চাবি জাতীয় ডিভাইস দ্বারা। এর উৎকৃষ্ট উদাহরণ
হারমোনিয়াম।