চন্দ্রকান্ত
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ  ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের অবরোহণে তীব্র মধ্যম ব্যবহৃত হয়। এর সমপ্রকৃতির রাগ শুদ্ধ কল্যাণ, ভূপালী জৈতকল্যাণ

   
আরোহণ:  স  র গ প ধ ন র্স
   
অবরোহণ : র্স ন ধ প হ্ম গ র
   
ঠাট : কল্যাণ
    জাতি : ষাড়ব-সম্পূর্ণ (আরোহণে মধ্যম বর্জিত)।
   
বাদীস্বর : গান্ধার (মতান্তরে পঞ্চম)
   
সমবাদী স্বর : নিষাদ
   
অঙ্গ :  পূর্বাঙ্গ।
   
সময় : রাত প্রথম প্রহর।
    পকড় : স, ন্, রগ, র গর, ন্‌ধ্ রস।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।
হিন্দুস্থানী সঙ্গীত পদ্ধতি । পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে ।