ভূপালী
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে মধ্যম ও নিষাদ বর্জিত। এই রাগে ধৈবত ব্যবহার করা হয় ষড়্‌জের স্পর্শ যুক্ত করে। এর স্বরবিন্যাসের সাথে দেশকারপাহাড়ি রাগের মিল আছে। অবশ্য দেশকারপাহাড়ি রাগের চলনের মধ্যে বিলাবল- অঙ্গের প্রভাব রয়েছে।  পক্ষান্তরের ভূপালীর চলনের সাথে কল্যাণ অঙ্গের মিল আছে। এছাড়া দেশকারে ভূপালী অপেক্ষা গান্ধারের প্রয়োগ কম। এই কারণে ভূপালীতে গান্ধার বাদীস্বর কিন্তু দেশকারে গান্ধার সমবাদী স্বর। পঞ্চম স্বরটি দেশকারে ভূপালী অপেক্ষা বেশি ব্যবহৃত হলেও পাহাড়ি রাগের ন্যায় অতটা প্রবল নয়। উল্লেখ্য পাহাড়িতে সমবাদী স্বর পঞ্চম।

আরোহণ: স র গ প ধ র্স
অবরোহণ : র্স ধ প  গ র স
ঠাট : কল্যাণ
জাতি : ঔড়ব-ঔড়ব।
বাদীস্বর : গ
সমবাদী স্বর : ধ
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : রাত্রি প্রথম প্রহর।
পকড় : স ধ্, স র প গ, র স।


 

তথ্যসূত্র: