দরবারি টোড়ি
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে একটি রাগ। এই রাগের আরোহণে শুদ্ধ নি ব্যবহৃত হলো. রাগ বিস্তারে কোমল ধৈবতের সাথে কোমল নিষাদ সামান্য ব্যবহার করলে মিষ্টি শোনায়। ধৈবত ও গান্ধার আন্দোলিত হয়। আরোহীতে ঋষভ ও নিষাদ দুর্বল।  এই রাগে সুরশৈলী হিসেবে ব্যবহৃত হয়- দজ্ঞ মজ্ঞ ঋ স, মজ্ঞমঋ জ্ঞপ, দমজ্ঞ। দজ্ঞ ঋজ্ঞস,  ঋসণ্‌দ্ দ্‌ণ্ সঋজ্ঞ, ঋজ্ঞ মজ্ঞ, মঋজ্ঞ, পদপ, ণদপ, দমজ্ঞ, ঋজ্ঞস।

রাগ পরিচিতি

আরোহণ: স ঋ জ্ঞ হ্ম প দ ন র্স
অবরোহণ: র্স দ প হ্ম জ্ঞ ঋ স
ঠাট: টোড়ি
জাতি: সম্পূর্ণ
বাদীস্বর: দ
সমবাদী স্বর: জ্ঞ
ন্যাস স্বর: স
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়:দিবা প্রথম প্রহর

তানসেনের রচিত ধ্রুপদ


তথ্যসূত্র: