হেমন্ত
সমনাম : আনন্দী দুর্গা

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। ওস্তাদ আলাউদ্দীন খান এই রাগ সৃষ্টি করেছেন। এই রাগে কখনো কখনো সম, মর্স ছুট নেওয়া হয়। আরোহে মধর্স এবং অবরোহে ধপ, ধপম স্বরসঙ্গতি বিশেষভাবে লক্ষ্য করা যায়।
আরোহণ:  স গ ম ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প ম গ র স
ঠাট: বিলাবল
জাতি: ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর: ম
সমবাদী স্বর: স
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়:রাত্রী দ্বিতীয় প্রহর
পকড় : সগম, মগ মধ, ধনর্স, নধ, ধপম, মধর্স।