হংসনারয়ণ
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে পূরবী  ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগটি এক সময় কুমারী
নামে বাংলাদেশে প্রচলিত ছিল। কিন্তু কুমারী
রাত্রি প্রথম প্রহরের রাগ এবং এর অঙ্গ পূরবী। কিন্তু হংসনারয়ণ-এর শ্রী অঙ্গের রাগ। এর চলন অনেকটা মালশ্রী এবং শ্রী  রাগের মতো। এই রাগের আরোহণে ঋষভ দুর্বল। কেউ কেউ পুরিয়া ধানেশ্রী-এর মতো হ্ম গ হ্ম ঋ গ ব্যবহার করে থাকেন।

    আরোহণ:  স ঋ গ হ্ম প ন র্স।

    অবরোহণ : র্স ন প হ্ম জ্ঞ ঋ স।

    ঠাট : পূরবী

    জাতি : ষাড়ব-ষাড়ব।

    বাদীস্বর : স।

    সমবাদী স্বর : প।

    অঙ্গ :  পূর্বাঙ্গ প্রধান।

    সময় : দিবা তৃতীয় প্রহর।
    পকড় : প হ্মপ গ, হ্ম গ, ঋ স। ন্ ন্ স ঋ স, গ হ্ম প, হ্ম গ প, ন, ন, প, ন হ্ম গ প গ ঋ স


তথ্যসূত্র:
রাগ-রূপায়ণ। সুরেশচন্দ্র চক্রবর্তী।