ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত
ভাষারাগ বিশেষ।
খ্রিষ্টীয়
পঞ্চম শতাব্দীতে
যাষ্টিক
এই রাগের প্রথম নামোল্লেখ করেছিলেন। সে সময়ে কাম্বোজ ছিল ককুভ
গ্রামরাগের অন্তরভুক্ত একটি ভাষা রাগ। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত মতঙ্গের রচিত 'বৃহদ্দেশী' গ্রন্থে
যাষ্টিকের
উদ্ধৃতিতে এই ভাষারাগ সম্পর্কে বলা হয়েছে।
বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২১০-২১১] বর্ণিত কাম্বোজ রাগের পরিচয়
হিসেবে উল্লেখ করা হয়েছে দেশাখ্য। ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত কম্বোজ দেশের লোক
গান থেকে এই রাগের উদ্ভব হয়েছিল। তাই এই রাগকে দেশাখ্যা বা দেশী রাগের অন্তর্ভুক্ত
করা হয়েছিল। সে সময় ইরান এবং এর পার্শ্বর্তী অঞ্চলকে ম্ম্লেচ্ছ বলা হতো। এই
গ্রন্থে বলা হয়েছে, এই রাগে ষড়্জ-ধৈবত ও পঞ্চম-ঋষভ স্বরসম্বাদ হতো।
গ্রামরাগ: ষড়্জগ্রাম
গ্রামরাগ:
ককুভ
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি : সম্পূর্ণ -সম্পূর্ণ
গ্রহস্বর:
ধৈবত
ন্যাস স্বর:
ধৈবত
'বৃহদ্দেশী' গ্রন্থে বর্ণিত কাম্বোজ রাগের আক্ষেপ্তিকা

সূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র।
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি
২০০৭
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। অনুবাদ: সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।
- হিন্দুস্থানী সঙ্গীত পদ্ধতি। দশম খণ্ড। পণ্ডিত
বিষ্ণনারায়ণ ভাতখণ্ডে। সন্পাদনা ধরিত্রী রায় ও অসীমকুমার চট্টোপাধ্যায়। দীপায়ন,
কলিকাতা। কার্তিক ১৩৯৮