মালবপঞ্চমী
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত টক্ক-কৈশিক গ্রামরাগ ের ভাষারাগ বিশেষ । খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থ ে [পৃষ্ঠা: ২৩৬] এই রাগের প্রথম উল্লেখ পাওয়া যায়। মালব দেশের রাগ বলে- এর নাম মালবকৈশিক। এই রাগে ষড়্‌জ -ধৈবত এবং ঋষভ ও ধৈবতের স্বরসংবাদ হয়।

মালবপঞ্চম রাগের পরিচিতি

গ্রাম: ষড়্‌জ গ্রাম
গ্রামরাগ:   টক্ক-কৈশিক
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: সম্পূর্ণ - সম্পূর্ণ
গ্রহস্বর: ধৈবত
ন্যাস স্বর: ধৈবত

বৃহদ্দেশীতে এই রাগের  নিম্নরূপ আলাপ দেওয়া হয়েছে


তথ্যসূত্র: