রমলা
নজরুলসৃষ্ট রাগ।

১৯৪০ খ্রিষ্টাব্দের ১১ই মে "নবরাগ মালিকা" পর্যায়ের দ্বিতীয় অনুষ্ঠানে এই রাগে নিবদ্ধ গান প্রচারিত হয়েছিল। এই রাগে নজরুল এই গানটি রচনা করেছিলেন। গীতা মিত্রের কণ্ঠে এই গানটি টেপ-রেকর্ডারের মাধ্যমে টেপে প্রথম ধারণ করা হয়েছিল। এই ধারণকৃত গানের সুরানুসারে বিভিন্ন সঙ্গীতগুণীরে এই রাগের একটি প্রাথমিক রূপ নির্ণয় করেছিলেন। নিচে প্রণীত রাগ-পরিচিতিটি তৈরি করা হয়েছে- এসকল আলোচনার সূত্রে।

আরোহণ: স, জ্ঞ ম প, দ ন র্স
অবরোহণ: র্স ন দ প, ম জ্ঞ ঋ স।
ঠাট: মিশ্র
জাতি: ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর: পঞ্চম
সমবাদী স্বর: ষড়্‌জ
অঙ্গ: উত্তরাঙ্গ প্রধান
সময়: প্রাতঃকাল।
পকড় : স ঋ, ন্‌ স, জ্ঞ ম পা

এই রাগে কাজী নজরুল ইসলামের একটি গান পাওয়া যায়। গানটি হলো-
         ফিরিয়া যদি সে আসে [তথ্য]