১৯৪০
খ্রিষ্টাব্দের ১১ই মে "নবরাগ মালিকা" পর্যায়ের দ্বিতীয় অনুষ্ঠানে
এই রাগে নিবদ্ধ গান প্রচারিত হয়েছিল। এই রাগে নজরুল এই গানটি রচনা করেছিলেন।
গীতা মিত্রের কণ্ঠে এই গানটি টেপ-রেকর্ডারের মাধ্যমে টেপে প্রথম ধারণ করা হয়েছিল।
এই ধারণকৃত গানের সুরানুসারে বিভিন্ন সঙ্গীতগুণীরে এই রাগের একটি প্রাথমিক রূপ
নির্ণয় করেছিলেন। নিচে প্রণীত রাগ-পরিচিতিটি তৈরি করা হয়েছে- এসকল আলোচনার সূত্রে।