ত্রাপণী
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভাষারাগ বিশেষ। ভিন্ন নাম ত্রাবণী।

খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীতে যাষ্টিক এই রাগটিকে পঞ্চমের ভাষারাগ হিসেবে উল্লেখ করেছিলেন।  বৃহদ্দেশী যাষ্টিকের [পৃষ্ঠা: ২২৩] উদ্ধৃতিতে এই রাগের যে বিবরণ দিয়েছেন, তা হলো- এই রাগে পঞ্চম ও ঋষভ দুর্বল এবং দ্বিশ্রুতিক গান্ধার ও নিষাদের মধ্য স্বর-সঞ্চালন হয়। ত্রাপণী নামক দেশ থেকে এই রাগের উদ্ভব হয়েছিল।

বৃহদ্দেশীতে এই রাগ সম্পর্কে বলা হবেছে- এতে পঞ্চম ও ঋষভ দুর্বল। শার্ঙ্গদেবের রচিত সঙ্গীতরত্নাকরে এর গ্রহ ও অংশস্বর ষড়্জ। ন্যাসস্বর পঞ্চম। এই রাগে দ্বিশ্রুতিক গান্ধার ও নিষাদের মধ্য স্বর-সঙ্গতি হয়। এই রাগে ষড়্‌জ, ঋষভ, পঞ্চম ও মধ্যমের বহুল প্রয়োগ দেখা যায়।
গ্রাম: মধ্যমগ্রাম
গ্রামরাগ: পঞ্চম
রাগ প্রকৃতি: ভাষা (গীত)
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ।
অংশস্বর: ষড়্‌জ
গ্রহস্বর: ষড়্‌জ
ন্যাস স্বর: পঞ্চম

সঙ্গীতরত্নাকর থেকে এর আক্ষিপ্তিকা দেওয়া হলো-


তথ্যসূত্র: