হিরণ্যপুর
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { নগর | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
হিন্দু পৌরাণিক নগর বিশেষ। পুলোমা এবং কালকা বহু সহস্র বৎসর তপস্যা করে ব্রহ্মার নিকট এই নগরে বাস করার অধিকার লাভ করেছিলেন। উক্ত বর অনুসারেই এরা এবং এদের সন্তানসন্ততি দেব, রাক্ষস ও নাগের অবধ্য ছিলেন। পরে মানুষ জাতির মধ্য হতে অর্জুন এই নগর ও তাঁর অধিবাসীদের ধ্বংস করেন।