হিরণ্যরেতাঃ
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { দেবতা | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

 

হিন্দু পৌরাণিক কাহিনি মতে- অগ্নিদেবতার অপর নাম মহাদেব বীর্যত্যাগ করলে অগ্নি প্রথমে এই বীর্য ধারণ করেন তাতে অগ্নির তেজ মন্দ হয় এই সময় অগ্নি দেবতাদের সাথে ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেন পথে কুটিলাদেবীকে দেখে অগ্নি তাঁকে মহাদেবের তেজ ধারণ করতে বলেন সেই দেবী তখন মহাদেবের তেজ ধারণ করেন এই তেজ ধারণ করায় অগ্নির মাংস, অস্তি, রক্ত, মেদ, মজ্জা, রোম ও কেশাদি হিরণ্যবর্ণ হয়েছিল সেই থেকে অগ্নির নাম হিরণ্যরেতা হয়