সহদেব
বানান বিশ্লেষণ : স্+অ+হ্+অ+দ্‌+এ+ব্।
উচ্চারণ:
ʃɔ.ɦo.d̪eb (শ.হো.দেব্)

সহ =শহো (বাংলায় স- শ হিসেবে উচ্চারিত হবে এবং এর সাথে যুক্ত হ ধ্বনি ওকারান্ত হয়ে হো ধ্বনিতে পরিণত হবে)

দেব=দেব্ (একারান্ত দ্ ধ্বনি দে হবে। এর সাথে রুদ্ধ ব্ ধ্বনি একাক্ষর দেব্ ধ্বনি উৎপন্ন করবে।)

শব্দ-উৎস: সংস্কৃত सहदेव (, )>বাংলা
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক চরিত্র। হিন্দু পৌরাণিক গ্রন্থ
মহাভারতে  ইনি পঞ্চম পাণ্ডব নামে পরিচিতএঁর অপর জমজ ভাই ছিলেন নকুল অপর পাণ্ডবদের মতো ইনিও পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র ছিলেন পাণ্ডুর অন্যতমা স্ত্রী মাদ্রীর গর্ভে ও অশ্বিনীকুমারদ্বয় (দেবতা)-এর ঔরসে এঁর জন্ম হয়েছিল পাণ্ডুর মৃত্যুর পর এঁদের মা মাদ্রী, স্বামীর সাথে চিতায় সহমরণে গেলে, এঁরা কুন্তীর কাছে লালিত পালিত হন।   


ইনি অন্যান্য কৌরব এবং
পাণ্ডবদের সাথে দ্রোণাচার্য-এর কাছে অস্ত্র শিক্ষা করেন ইনি অসি যুদ্ধে অদ্ধিতীয় ছিলেন এছাড়া ইনি গো-তত্ত্বে বিশেষ জ্ঞানী ছিলেন শকুনি'র কাছে দূত ক্রীড়ায় যুধিষ্ঠির পরাজিত হয়ে তিনি অন্যান্য পাণ্ডবদের সাথে তিনি বনবাসে। যাত্রাকালে তিনি শকুনিকে হত্যা করার প্রতিজ্ঞা করেন কুরুক্ষেত্রের অষ্টাদশ দিনে তিনি শকুনি ও তাঁর পুত্র উলূককে ভল্লের আঘাতে শিরোশ্ছেদ করেন
 

তিনি দ্রৌপদীর পঞ্চম স্বামী ছিলেন এর ঔরসে দ্রৌপদীর গর্ভে শ্রতসেন নামক একটি পুত্র জন্মেএছাড়া ইনি মদ্রাধিপতির কন্যা বিজয়াকে স্বয়ংবর সভা থেকে জয় করে বিবাহ করেন বিজয়ার গর্ভে তাঁর সুহোত্র নামক এক পুত্র জন্মে এছাড়া ইনি জরাসন্ধের কন্যা ও যদুবংশীয় ভানুর কন্যা ভানুমতীকে বিবাহ করেন অজ্ঞাতবাসকালে বিরাটরাজের দরবার তাঁর নাম ছিল জয়দ্বল ইনি এখানে গোশালার অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রাপ্ত হন ইনি নিজেকে অত্যন্ত বড় পণ্ডিত মনে করতেনএ কারণে মহাপ্রস্থানের সময় সুমেরু পর্বত শিখরে পতিত হন