দ্রুহ্য
বানান্ বিশ্লেষণ: দ্+র্+উ+হ্+য্+অ
উচ্চারণ:
d̪ruɟɔ.ɟʰo (দ্রুজ্.ঝো)
শব্দ-উৎস: সংস্কৃত দ্রুহ্য> বাংলা দ্রুহ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | হিন্দু পৌরাণিক মানব | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }

হিন্দু পৌরাণিক কাহিনি মতে- তিনি ছিলেন রাজা যযাতির পুত্র এঁর মায়ের নাম ছিল শর্মিষ্ঠা যযাতি সকল দিক জয় করে তাঁর রাজ্যকে পুত্রদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন সেই সূত্রে প্রতীচী দিকের শাসনভার পেয়েছিলেন দ্রুহ্য যযাতি এই পুত্রকে নিজের বার্ধক্য দিয়ে এঁর যৌবন চেয়েছিলেন, কিন্তু তা দিতে অস্বীকার করায় যযাতি দ্রুহ্যকে অভিশাপ দিয়ে বলেন, তোমার কোন প্রিয় অভিলাষ পূর্ণ হবে না এর ফলে দ্রুহ্যর বংশে কোন রাজা হয় নাই।