সপ্তরথী
[শপ্.তো.রো.থি]
[ʃɔp.t̪o.ro.t̪ʰi]
সংস্কৃত
सप्तरथी (সপ্তরথী)>বাংলা
সপ্তরথী।
সপ্ত
রথীর সমাহার/দ্বিগু সমাস।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা|}
হিন্দু পৌরাণিক কাব্য
মহাভারতের
মতে−
কুরুক্ষেত্রের
যুদ্ধে
কৌরব
পক্ষের সাতজন বিশেষ সেনাপ্রধানের সম্মিলিত নাম।
এই সাতজন যোদ্ধা যুদ্ধের ত্রয়োদশ দিনে
অর্জুনের পুত্র
অভিমন্যুকে অন্যায়যুদ্ধে হত্যা
করেছিলেন।
এই সপ্তরথীরা ছিলেন−
দ্রোণাচার্য,
কৃপাচার্য,
কর্ণ,
অশ্বত্থামা,
শকুনি,
জয়দ্রথ
ও
দুঃশাসন।
সূত্র :
মহাভারত। বেদব্যাস। অনুবাদ : কালীপ্রসন্ন সিংহ