অকেশিনী
বানান বিশ্লেষণ:
অ-ক্+এ+শ্+ই+ন্+ঈ
উচ্চারণ:
ɔ.ke.ʃi.ni
(অ.কে.শি.নি)।
শব্দ-উৎস:
সংস্কৃত
কেশিনী>বাংলা
অকেশিনী।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অ-কেশ {কে (মস্তক) + √শী (শয়ন করা) +অ (ড), কর্তৃবাচ্য}+ইন্ (ইনি)=কেশিন্+ঈ (ঙীপ্)
কেশ নাই যার (স্ত্রীলিঙ্গার্থে)/ নঞ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষণ
অর্থ: কেশ নাই এমন নারী।
সমার্থক শব্দাবলি: অকেশিনী, কেশহীনা।
বিপরীতার্থক শব্দ:
অকেশিনী [পুংলিঙ্গার্থে]